Rajinikanth\'s Debut With \'Secular, Spiritual Politics\': নতুন রাজনৈতিক দল নিয়ে আত্মপ্রকাশ রজনীকান্তের

2020-12-04 4

রাজনৈতিক দল (Political Party) গঠনের কথা ঘোষণা করলেন অভিনেতা রজনীকান্ত (Rajinikanth)। আজ টুইট করে দল ঘোষণার কথা জানান তিনি। তিনি লেখেন, একটি রাজনৈতিক দল আগামী বছর জানুয়ারিতে সূচনা করা হবে। এ সম্পর্কে ঘোষণা ৩১ ডিসেম্বর করা হবে।

#Rajinikanth #PoliticalParty #LatestLYBangla